শিরোনামঃ
নগরবাসীকে নিরাপদ রাখা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মূল দায়িত্ব: ’মিট দ্যা প্রেস’ এ ডিএমপি কমিশনার বাংলাদেশের ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল কক্সটুডের ১৩ তম বর্ষপূর্তি এভারকেয়ার হসপিটাল ঢাকার আয়োজনে হাটু প্রতিস্থাপন সার্জারি বিষয়ক রোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ড্যাপের বিধিমালা সংশোধন চান ঢাকা শহরের ভূমি-মালিকরা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা ও যুবদল নেতা সহ  দুই নেতার স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  ভাগিনা মোখলেস এর চায়না লেস জব্দ ঢাকা কাস্টম শুল্ক বিভাগ কর্তৃক ৮ ট্রলি চায়না লেস জব্দ ৩৩তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন এক-এগারোর মতো টার্গেটে ব্যবসায়ীরা! এমডির আশ্বাসে ঘরে ফিরলেন ১০ম গ্রেডের কর্মকর্তারা

দেশের প্রথম ম্যাংগো জেল বেবি টুথপেস্ট নিয়ে এলো 'প্যারাসুট জাস্ট ফর বেবি'

#
news image

বাজারে নতুন বেবি জেল টুথপেস্ট নিয়ে এলো ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিশ্বস্ত বেবি কেয়ার ব্র্যান্ড প্যারাসুট জাস্ট ফর বেবি। ম্যাংগো ও অরেঞ্জ ফ্লেভারের দুটি ইউনিক ভ্যারিয়েন্টে এই বেবি জেল টুথপেস্ট পাওয়া যাচ্ছে যার মধ্যে ম্যাংগো ভ্যারিয়েন্টের টুথপেস্টটি বাংলাদেশের প্রথম ম্যাংগো জেল টুথপেস্ট।

জিরো-সুগার ও জিরো-ফ্লোরাইড সমৃদ্ধ এই টুথপেস্টটি শতভাগ নিরাপদ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। নতুন এই বেবি জেল টুথপেস্টটির আরেকটি অভিনব দিক হচ্ছে এটি ফ্লোরাইড-মুক্ত হবার কারণে শিশুরা খেয়ে ফেললেও থাকবে নিরাপদ।

কোন টুথপেস্টে সুগার থাকলে তা ব্যবহারের পর অবশিষ্ট সুগার মুখে রয়ে যায়, যা শিশুদের দাঁতের ক্ষয় এবং ক্যাভিটির কারণ হতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই শিশুদের দাঁত ও মাড়ির নিরাপদ যত্ন নিশ্চিত করতে এবং ছোটবেলা থেকেই শিশুদের মাঝে দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তোলার জন্য মায়েদের উৎসাহিত করতে প্যারাসুট জস্ট ফর বেবি এই নতুন বেবি জেল টুথপেস্টটি বাজারে এনেছে।

প্যারাসুট জাস্ট ফর বেবি’র সব পণ্য শতভাগ নিরাপদ উপাদান দিয়ে তৈরি করা হয়, যা ‘সেইফ কসমেটিকস অস্ট্রেলিয়া’ এই প্রতিষ্ঠানটি কর্তৃক মেইডসেইফ স্বীকৃতিপ্রাপ্ত। ফলে, এই পণ্যগুলো শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ।

নতুন জেল টুথপেস্ট সম্পর্কে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অ্যালেন ইবেনেজার এরিক বলেন, “শিশুদের জন্য শতভাগ নিরাপদ উপাদান দিয়ে পণ্য তৈরিতে আমরা সমসময়ই উৎসাহ পেয়ে এসেছি। তারই ধারাবাহিকতায়, আমাদের বেবি কেয়ার রেঞ্জে দুটি নতুন ফ্লেভার (ম্যাংগো ও অরেঞ্জ) যুক্ত করে প্যারাসুট জাস্ট ফর বেবি জেল টুথপেস্ট বাজারে আনতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আশা করি, আমাদের অন্যান্য পণ্যের মতো শিশুর যত্নে এটিও ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে।”

প্যারাসুট জাস্ট ফর বেবি’র লক্ষ্য বেবি কেয়ার পণ্যগুলোর বিস্তৃত পরিসরের মাধ্যমে শিশুর যত্নের সব চাহিদা মেটানো। ব্র্যান্ডের অন্যান্য পণ্যগুলো হলো; বেবি লোশন, বেবি অয়েল, বেবি ওয়াশ, বেবি সোপ, বেবি পাউডার, বেবি শ্যাম্পু, বেবি ফেইস ক্রিম ইত্যাদি।

নতুন জেল টুথপেস্ট দেশব্যাপি সব গ্রোসারি শপ, কসমেটিক স্টোর, সুপার মল এবং ই-কমার্স প্ল্যাটফর্মে মাত্র ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। 
 

বিজ্ঞপ্তি

১৮-১১-২০২৪ রাত ১:২৭

news image

বাজারে নতুন বেবি জেল টুথপেস্ট নিয়ে এলো ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বিশ্বস্ত বেবি কেয়ার ব্র্যান্ড প্যারাসুট জাস্ট ফর বেবি। ম্যাংগো ও অরেঞ্জ ফ্লেভারের দুটি ইউনিক ভ্যারিয়েন্টে এই বেবি জেল টুথপেস্ট পাওয়া যাচ্ছে যার মধ্যে ম্যাংগো ভ্যারিয়েন্টের টুথপেস্টটি বাংলাদেশের প্রথম ম্যাংগো জেল টুথপেস্ট।

জিরো-সুগার ও জিরো-ফ্লোরাইড সমৃদ্ধ এই টুথপেস্টটি শতভাগ নিরাপদ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। নতুন এই বেবি জেল টুথপেস্টটির আরেকটি অভিনব দিক হচ্ছে এটি ফ্লোরাইড-মুক্ত হবার কারণে শিশুরা খেয়ে ফেললেও থাকবে নিরাপদ।

কোন টুথপেস্টে সুগার থাকলে তা ব্যবহারের পর অবশিষ্ট সুগার মুখে রয়ে যায়, যা শিশুদের দাঁতের ক্ষয় এবং ক্যাভিটির কারণ হতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই শিশুদের দাঁত ও মাড়ির নিরাপদ যত্ন নিশ্চিত করতে এবং ছোটবেলা থেকেই শিশুদের মাঝে দাঁত ব্রাশ করার অভ্যাস গড়ে তোলার জন্য মায়েদের উৎসাহিত করতে প্যারাসুট জস্ট ফর বেবি এই নতুন বেবি জেল টুথপেস্টটি বাজারে এনেছে।

প্যারাসুট জাস্ট ফর বেবি’র সব পণ্য শতভাগ নিরাপদ উপাদান দিয়ে তৈরি করা হয়, যা ‘সেইফ কসমেটিকস অস্ট্রেলিয়া’ এই প্রতিষ্ঠানটি কর্তৃক মেইডসেইফ স্বীকৃতিপ্রাপ্ত। ফলে, এই পণ্যগুলো শিশুদের জন্য সম্পূর্ণ নিরাপদ।

নতুন জেল টুথপেস্ট সম্পর্কে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অ্যালেন ইবেনেজার এরিক বলেন, “শিশুদের জন্য শতভাগ নিরাপদ উপাদান দিয়ে পণ্য তৈরিতে আমরা সমসময়ই উৎসাহ পেয়ে এসেছি। তারই ধারাবাহিকতায়, আমাদের বেবি কেয়ার রেঞ্জে দুটি নতুন ফ্লেভার (ম্যাংগো ও অরেঞ্জ) যুক্ত করে প্যারাসুট জাস্ট ফর বেবি জেল টুথপেস্ট বাজারে আনতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আশা করি, আমাদের অন্যান্য পণ্যের মতো শিশুর যত্নে এটিও ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকবে।”

প্যারাসুট জাস্ট ফর বেবি’র লক্ষ্য বেবি কেয়ার পণ্যগুলোর বিস্তৃত পরিসরের মাধ্যমে শিশুর যত্নের সব চাহিদা মেটানো। ব্র্যান্ডের অন্যান্য পণ্যগুলো হলো; বেবি লোশন, বেবি অয়েল, বেবি ওয়াশ, বেবি সোপ, বেবি পাউডার, বেবি শ্যাম্পু, বেবি ফেইস ক্রিম ইত্যাদি।

নতুন জেল টুথপেস্ট দেশব্যাপি সব গ্রোসারি শপ, কসমেটিক স্টোর, সুপার মল এবং ই-কমার্স প্ল্যাটফর্মে মাত্র ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।