নতুন আউটল্যান্ডার স্পোর্ট নিয়ে কর্পোরেট কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২৪-এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার মিতসুবিশি মোটরস
বিজ্ঞপ্তি
১৩-১১-২০২৪ রাত ১০:২৯
নতুন আউটল্যান্ডার স্পোর্ট নিয়ে কর্পোরেট কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২৪-এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার মিতসুবিশি মোটরস
কর্পোরেট কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২৪ এ অফিসিয়াল মোবিলিটি পার্টনার হিসেবে সহযোগিতা করছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। ১৩ নভেম্বর ঢাকার কুর্মিটোলা গল্ফ ক্লাবে টুর্নামেন্ট শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট ও গলফ কমিউনিটিতে অগ্রণী ভূমিকা রাখছে মিতসুবিশি মোটরস।
টুর্নামেন্ট চলাকালীন মিতসুবিশির দুটি জনপ্রিয় মডেল আউটল্যান্ডার স্পোর্ট ও এক্সপ্যান্ডার মডেল প্রদর্শন করেছে, যাতে অতিথিরা গাড়ির ডিজাইন এবং ফিচারস কাছ থেকে দেখতে পারেন। এছাড়া, উপস্থিত অতিথির মিতসুবিশির সাথে আরও সম্পৃক্ত করতে এবং আস্থা বাড়াতে ইভেন্ট চলাকালীন বিশেষ ছাড়ের (স্পেশাল ডিসকাউন্ট) ঘোষনা দিয়েছে র্যাংগস লিমিটেড ও র্যাংগস ওয়ার্কশপ। সেসময় উপস্থিত ছিলেন র্যানকন অটো ডিভিশন ১ এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, র্যাংগস লিমিটেডের সিইও মোহাম্মদ হামদুর রহমান সাইমন; ও র্যানকন অটো ডিভিশন ১ এর ডিভিশনাল হেড অব মার্কেটিং ফাহিম হোসেন।
র্যানকন অটো ডিভিশন ১-এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, “কর্পোরেট কাপ গল্ফ টুর্নামেন্টের সাথে আমাদের পার্টনারশিপ দেশের স্পোর্টস কমিউনিটি বিশেষ করে গলফ কমিউনিটির সাথে সংযোগ বাড়াবে। আশা করছি আমাদের এই উদ্যোগ এই টুর্নামেন্টে সবাইকে একটি প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করবে।”
র্যাংগস লিমিটেডের সিইও মোহাম্মদ হামদুর রহমান সাইমন বলেন, “এই আয়োজনের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। র্যাংগস লিমিটেডের সাথে দেশের গলফ অঙ্গনের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। এছাড়া মিতসুবিশি মোটরস’এর মান ও উদ্ভাবন টুর্নামেন্টের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এই টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করছি।”
র্যানকন অটো ডিভিশন ১-এর ডিভিশনাল হেড অব মার্কেটিং ফাহিম হোসেন বলেন, “আউটল্যান্ডার স্পোর্ট এবং এক্সপ্যান্ডার গাড়ি দুটি মিতসুবিশির জাপানিজ ইনোভেশন ও ফাংশনালিটি প্রমান করে। আমরা এই টুর্নামেন্টের অতিথিদের এই মডেলগুলো কাছ থেকে এক্সপেরিয়েন্সের সুযোগ দিচ্ছি।”
অতিথিদের কুর্মিটোলা গল্ফ ক্লাবে মিতসুবিশি মোটরস-এর অস্থায়ী বুথে গাড়িদুটো পরিদর্শন করতে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেখানে তারা আউটল্যান্ডার স্পোর্ট ও এক্সপ্যান্ডার মডেলের গাড়িগুলো এক্সপ্লোর করার সুযোগ পাবে। বুকিং-এ থাকছে আকর্ষণীয় মূল্যছাড় ও র্যাংগস ওয়ার্কশপ থেকে বিশেষ ডিস্কাউন্টের সুবিধা।
বিজ্ঞপ্তি
১৩-১১-২০২৪ রাত ১০:২৯
কর্পোরেট কাপ গল্ফ টুর্নামেন্ট ২০২৪ এ অফিসিয়াল মোবিলিটি পার্টনার হিসেবে সহযোগিতা করছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ। ১৩ নভেম্বর ঢাকার কুর্মিটোলা গল্ফ ক্লাবে টুর্নামেন্ট শুরু হয়েছে, চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের কর্পোরেট ও গলফ কমিউনিটিতে অগ্রণী ভূমিকা রাখছে মিতসুবিশি মোটরস।
টুর্নামেন্ট চলাকালীন মিতসুবিশির দুটি জনপ্রিয় মডেল আউটল্যান্ডার স্পোর্ট ও এক্সপ্যান্ডার মডেল প্রদর্শন করেছে, যাতে অতিথিরা গাড়ির ডিজাইন এবং ফিচারস কাছ থেকে দেখতে পারেন। এছাড়া, উপস্থিত অতিথির মিতসুবিশির সাথে আরও সম্পৃক্ত করতে এবং আস্থা বাড়াতে ইভেন্ট চলাকালীন বিশেষ ছাড়ের (স্পেশাল ডিসকাউন্ট) ঘোষনা দিয়েছে র্যাংগস লিমিটেড ও র্যাংগস ওয়ার্কশপ। সেসময় উপস্থিত ছিলেন র্যানকন অটো ডিভিশন ১ এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, র্যাংগস লিমিটেডের সিইও মোহাম্মদ হামদুর রহমান সাইমন; ও র্যানকন অটো ডিভিশন ১ এর ডিভিশনাল হেড অব মার্কেটিং ফাহিম হোসেন।
র্যানকন অটো ডিভিশন ১-এর ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, “কর্পোরেট কাপ গল্ফ টুর্নামেন্টের সাথে আমাদের পার্টনারশিপ দেশের স্পোর্টস কমিউনিটি বিশেষ করে গলফ কমিউনিটির সাথে সংযোগ বাড়াবে। আশা করছি আমাদের এই উদ্যোগ এই টুর্নামেন্টে সবাইকে একটি প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করবে।”
র্যাংগস লিমিটেডের সিইও মোহাম্মদ হামদুর রহমান সাইমন বলেন, “এই আয়োজনের অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। র্যাংগস লিমিটেডের সাথে দেশের গলফ অঙ্গনের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। এছাড়া মিতসুবিশি মোটরস’এর মান ও উদ্ভাবন টুর্নামেন্টের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা এই টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করছি।”
র্যানকন অটো ডিভিশন ১-এর ডিভিশনাল হেড অব মার্কেটিং ফাহিম হোসেন বলেন, “আউটল্যান্ডার স্পোর্ট এবং এক্সপ্যান্ডার গাড়ি দুটি মিতসুবিশির জাপানিজ ইনোভেশন ও ফাংশনালিটি প্রমান করে। আমরা এই টুর্নামেন্টের অতিথিদের এই মডেলগুলো কাছ থেকে এক্সপেরিয়েন্সের সুযোগ দিচ্ছি।”
অতিথিদের কুর্মিটোলা গল্ফ ক্লাবে মিতসুবিশি মোটরস-এর অস্থায়ী বুথে গাড়িদুটো পরিদর্শন করতে আমন্ত্রণ জানানো হচ্ছে। সেখানে তারা আউটল্যান্ডার স্পোর্ট ও এক্সপ্যান্ডার মডেলের গাড়িগুলো এক্সপ্লোর করার সুযোগ পাবে। বুকিং-এ থাকছে আকর্ষণীয় মূল্যছাড় ও র্যাংগস ওয়ার্কশপ থেকে বিশেষ ডিস্কাউন্টের সুবিধা।