শিরোনামঃ
গণমাধ্যমের কেমন সংস্কার চাই-আহসান কামরুল অনির্বাচিতরা দীর্ঘদিন থাকলে অপকর্মে জড়ানোর শঙ্কা বিপিএলেও রংপুর রাইডার্সের স্পনসর হিসেবে যুক্ত হল গোল্ড কিনেন বসুন্ধরা আই হসপিটালের সহযোগিতায় চিকিৎসা পেলেন শিবচরের ৫ শতাধিক মানুষ শিল্প খাতে এআই-এর প্রসার বাড়াতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগ দিল ক্যাসপারস্কি বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচন নিয়ে ছলচতুরি যাত্রীদের প্রতাশা পূরণে এগিয়ে যাচ্ছে ইউএস-বাংলা বসুন্ধরা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে প্রশিক্ষণ, সনদ পেলেন ৪০ জন বড়দিনের আনন্দে সম্প্রীতির জয়গান সিএফমোটো বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করল তাদের ফ্ল্যাগশিপ ৩০০ সিসি’র স্পোর্টস বাইক

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন হিসেবে আবারো  মালয়েশিয়ার কলিং ভিসা দিবে

#
news image

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের বিদেশি শ্রমিক নিয়োগের কোটা আবেদন স্থগিত ঘোষণার রেশ কাটতে না কাটতেই ম্যানুয়াল পদ্ধতিতে কেস বাই কেস ভিত্তিতে শ্রমিক কোটার আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়া।
 
কেমেন্টারিয়ান ডালাম নেগেরি (কেডিএন) মালয়েশিয়া জানিয়েছে, যথাযথ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থা (একেএস) কর্তৃক নির্ধারিত শর্তের ভিত্তিতে কেস বাই কেস ভিত্তিতে বিদেশি শ্রমিক কোটার আবেদন গ্রহণ করা যাবে। এর প্রেক্ষিতে, আগামী ৪ নভেম্বর থেকে নিম্নলিখিত খাত ও উপ-খাতগুলোতে কেস বাই কেস ভিত্তিতে বিদেশি শ্রমিক কোটার আবেদন গ্রহণ করা হবে।
নির্মাণ খাতে কেবলমাত্র সরকারি প্রকল্পগুলির জন্য অনুমোদিত প্রধান ঠিকাদার বা মনোনীত উপ-ঠিকাদার (এনএসসি) যারা বাস্তবায়ন সংস্থা (জনগণ ও কাজ বিভাগ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ দ্বারা) দ্বারা যাচাইকৃত। কেবলমাত্র দুটি উপ-খাত যেমন জলজ মাছ চাষ ও পশুপালনের জন্য অনুমোদিত। এছাড়া খুচরা ও পাইকারি সার্ভিস সেক্টরের কেবলমাত্র হাইপারমার্কেট ও বিতরণ কেন্দ্রের জন্য অনুমোদিত। স্থল গুদাম পরিষেবা খাত এবং নিরাপত্তা রক্ষী পরিষেবা খাতের জন্য প্রযোজ্য।
 
যাদের উল্লেখিত খাতগুলোতে (নিরাপত্তা রক্ষী সার্ভিস সেক্টর ব্যতীত) প্রবাসী শ্রমিক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে এমন কোম্পানির মালিকদের আবেদনপত্র দাখিল করতে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন ঠিকানা, ওয়ান স্টপ সেন্টার (ওএসসি)-প্রবাসী শ্রমিক ব্যবস্থাপনা ইমিগ্রেশন বিষয়ক বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) স্তর ৫, ব্লক সেটিয়া পারকাসা ৯ কেন্দ্রীয় প্রশাসনিক কেন্দ্র ৬২৫৪৬ পুত্রজায়া ফোন: ০৩-৮৮৮৫ ২৯৩৯ / ২৯৪০
 
সাক্ষাৎকারে অংশগ্রহণকারী কোম্পানি মালিকদের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী পূর্ণাঙ্গ ফর্ম ও নথিপত্র দাখিল করতে হবে। ফর্ম চেকলিস্ট, শর্তাবলী ও মূল্যায়নের মানদণ্ড www.moha.gov.my ওয়েবসাইটে ইমিগ্রেশন বিষয়ক লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।
 
ওএসসি কেডিএন-এ একেএস দ্বারা যোগ্য হিসেবে মূল্যায়িত কোম্পানির মালিকদের আবেদন বিদেশি শ্রমিক নিয়োগের প্রাথমিক অনুমোদনের জন্য কর্মসংস্থান আইন ১৯৫৫ এর ধারা ৬০কে-এর অধীনে মালয়েশিয়ার শ্রম দপ্তরে (জেটিকেএসএম) দাখিল করা হবে। এই কেস বাই কেস ভিত্তিক আবেদন প্রক্রিয়ার পদ্ধতি এবং প্রবাহচিত্র (নিরাপত্তা রক্ষী সার্ভিস সেক্টর ব্যতীত) ল্যাম্পিরণ বিতে উপলব্ধ।
 
এছাড়া নিরাপত্তা রক্ষী সার্ভিস সেক্টরের কোটার জন্য আবেদন সংক্রান্ত প্রশ্নের জন্য: নিয়োগকর্তারা নিম্নলিখিত বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন: সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্তর ১০, ব্লক সেটিয়া পারকাসা ১ কেন্দ্রীয় প্রশাসনিক কেন্দ্র ৬২৫৪৬ পুত্রজায়া ফোন: ০৩-৮৮৮৬ ৮৩৬২
 
উল্লেখ্য, গত ২১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে বলেছিলেন যে, নতুন বিদেশি শ্রমিক কোটার জন্য আবেদনের স্থগিতাদেশ বর্তমান নীতির অধীনে অব্যাহত থাকবে। কারণ, ১৫ সেপ্টেম্বর রেকর্ডকৃত বিদেশি শ্রমিকের সংখ্যা জাতীয় শ্রমশক্তির ১৫% এর সীমার কাছাকাছি পৌঁছেছে, যা দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনা (আরএমকে-১২) এর মাধ্যমে নির্ধারিত নীতি অনুযায়ী নির্ধারিত হয়েছে।
 
যদিও কলিং ভিসা সংক্রান্ত বিষয়ে মালেশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক গত ১৭ সেপ্টেম্বর ২০২৪, জারি করা 'মালয়েশিয়ার প্লানটেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন বিষয়ে অবহিত করণ' সম্পর্কিত (প্লানটেশন সেক্টরে বাংলাদেশি কর্মি নিয়োগের) একটি বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।
 

আবুল বারাকাত

৫-১১-২০২৪ রাত ১:৩৭

news image

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইলের বিদেশি শ্রমিক নিয়োগের কোটা আবেদন স্থগিত ঘোষণার রেশ কাটতে না কাটতেই ম্যানুয়াল পদ্ধতিতে কেস বাই কেস ভিত্তিতে শ্রমিক কোটার আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়া।
 
কেমেন্টারিয়ান ডালাম নেগেরি (কেডিএন) মালয়েশিয়া জানিয়েছে, যথাযথ প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী সংস্থা (একেএস) কর্তৃক নির্ধারিত শর্তের ভিত্তিতে কেস বাই কেস ভিত্তিতে বিদেশি শ্রমিক কোটার আবেদন গ্রহণ করা যাবে। এর প্রেক্ষিতে, আগামী ৪ নভেম্বর থেকে নিম্নলিখিত খাত ও উপ-খাতগুলোতে কেস বাই কেস ভিত্তিতে বিদেশি শ্রমিক কোটার আবেদন গ্রহণ করা হবে।
নির্মাণ খাতে কেবলমাত্র সরকারি প্রকল্পগুলির জন্য অনুমোদিত প্রধান ঠিকাদার বা মনোনীত উপ-ঠিকাদার (এনএসসি) যারা বাস্তবায়ন সংস্থা (জনগণ ও কাজ বিভাগ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ দ্বারা) দ্বারা যাচাইকৃত। কেবলমাত্র দুটি উপ-খাত যেমন জলজ মাছ চাষ ও পশুপালনের জন্য অনুমোদিত। এছাড়া খুচরা ও পাইকারি সার্ভিস সেক্টরের কেবলমাত্র হাইপারমার্কেট ও বিতরণ কেন্দ্রের জন্য অনুমোদিত। স্থল গুদাম পরিষেবা খাত এবং নিরাপত্তা রক্ষী পরিষেবা খাতের জন্য প্রযোজ্য।
 
যাদের উল্লেখিত খাতগুলোতে (নিরাপত্তা রক্ষী সার্ভিস সেক্টর ব্যতীত) প্রবাসী শ্রমিক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে এমন কোম্পানির মালিকদের আবেদনপত্র দাখিল করতে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন ঠিকানা, ওয়ান স্টপ সেন্টার (ওএসসি)-প্রবাসী শ্রমিক ব্যবস্থাপনা ইমিগ্রেশন বিষয়ক বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) স্তর ৫, ব্লক সেটিয়া পারকাসা ৯ কেন্দ্রীয় প্রশাসনিক কেন্দ্র ৬২৫৪৬ পুত্রজায়া ফোন: ০৩-৮৮৮৫ ২৯৩৯ / ২৯৪০
 
সাক্ষাৎকারে অংশগ্রহণকারী কোম্পানি মালিকদের নির্ধারিত চেকলিস্ট অনুযায়ী পূর্ণাঙ্গ ফর্ম ও নথিপত্র দাখিল করতে হবে। ফর্ম চেকলিস্ট, শর্তাবলী ও মূল্যায়নের মানদণ্ড www.moha.gov.my ওয়েবসাইটে ইমিগ্রেশন বিষয়ক লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।
 
ওএসসি কেডিএন-এ একেএস দ্বারা যোগ্য হিসেবে মূল্যায়িত কোম্পানির মালিকদের আবেদন বিদেশি শ্রমিক নিয়োগের প্রাথমিক অনুমোদনের জন্য কর্মসংস্থান আইন ১৯৫৫ এর ধারা ৬০কে-এর অধীনে মালয়েশিয়ার শ্রম দপ্তরে (জেটিকেএসএম) দাখিল করা হবে। এই কেস বাই কেস ভিত্তিক আবেদন প্রক্রিয়ার পদ্ধতি এবং প্রবাহচিত্র (নিরাপত্তা রক্ষী সার্ভিস সেক্টর ব্যতীত) ল্যাম্পিরণ বিতে উপলব্ধ।
 
এছাড়া নিরাপত্তা রক্ষী সার্ভিস সেক্টরের কোটার জন্য আবেদন সংক্রান্ত প্রশ্নের জন্য: নিয়োগকর্তারা নিম্নলিখিত বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন: সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্তর ১০, ব্লক সেটিয়া পারকাসা ১ কেন্দ্রীয় প্রশাসনিক কেন্দ্র ৬২৫৪৬ পুত্রজায়া ফোন: ০৩-৮৮৮৬ ৮৩৬২
 
উল্লেখ্য, গত ২১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করে বলেছিলেন যে, নতুন বিদেশি শ্রমিক কোটার জন্য আবেদনের স্থগিতাদেশ বর্তমান নীতির অধীনে অব্যাহত থাকবে। কারণ, ১৫ সেপ্টেম্বর রেকর্ডকৃত বিদেশি শ্রমিকের সংখ্যা জাতীয় শ্রমশক্তির ১৫% এর সীমার কাছাকাছি পৌঁছেছে, যা দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনা (আরএমকে-১২) এর মাধ্যমে নির্ধারিত নীতি অনুযায়ী নির্ধারিত হয়েছে।
 
যদিও কলিং ভিসা সংক্রান্ত বিষয়ে মালেশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক গত ১৭ সেপ্টেম্বর ২০২৪, জারি করা 'মালয়েশিয়ার প্লানটেশন সেক্টরে ম্যানুয়াল পদ্ধতিতে সত্যায়ন বিষয়ে অবহিত করণ' সম্পর্কিত (প্লানটেশন সেক্টরে বাংলাদেশি কর্মি নিয়োগের) একটি বিজ্ঞপ্তিটি প্রকাশ করে।