শিরোনামঃ
পুরান ঢাকা সাংবাদিক ফোরামের আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড পেলেন দেশ টিভির সাংবাদিক শাহাদাত নিশাদ বেগম পাড়ায় নয়, মাঠেই জামায়াত: রুকন সম্মেলনে আমীরের ঘোষণা যৌথ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে ইস্টার্ন ও গাম্বিয়ার আইওইউ ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ জাতীয় বেতন স্কেলে বৈষম্য, প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত রাজনৈতিক প্রতিহিংসার শিকার ডেমরা থানা বিএনপির দুই শীর্ষ নেতা এবি পার্টি দক্ষিণ মহানগরের নতুন কমিটি ঘোষণা নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কারে ভূষিত দেশ টিভির শাহাদাত নিশাদ ফ্যাসিবাদ রোধে সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে জাতীয় সংলাপ

ইউ, এস, জি, বি, সি, প্লাটিনাম সনদ অর্জন করলো এম,টি সোয়েটার্স

#
news image

এম,টি সোয়েটার্স লিমিটেড USGBC এর লিড সার্টিফিকেট প্লাটিনাম সনদ অর্জন করেছে। আজ ১৮/০৫/২০২৪ ইংরেজি শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক ভাবে এই সার্টিফিকেট  উক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব, আলহাজ্ব, DR.MD.MIZANUR RAHMAN (OPU), মহোদয়ের হাতে হস্তান্তর করা হয়। উক্ত সনদ প্রদান উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এম, টি সোয়েটার্স লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং সি, ই, ও,  জনাব, আলহাজ্ব DR.MD.MIZANUR RAHMAN (OPU) মহোদয়ের হাতে এই সন্মাননা সার্টিফিকেট হস্তান্তর করেন USGBC এর এসোসিয়েট ডিরেক্টর (মার্কেট ডেভেলপমেন্ট) জনাব, সান্তনু দত্ত গুপ্ত। 
 সার্টিফিকেট  গ্রহনউত্তোর এক প্রতিক্রিয়ায় এম,টি সোয়েটার্স এর কর্ণধার ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং CEO জনাব, আলহাজ্ব DR.MD.MIZANUR RAHMAN (OPU) মহোদয় বলেন এই স্বীকৃতি আমাদেরকে আরো ভালো কাজ করার স্পৃহাকে আরো বাড়িয়ে দিবে। যথাসময়ে গুনগত মানসম্পন্ন পন্য উৎপাদনে আমাদের শ্রমিক ও র্কমচারী এবং র্মকর্তা বৃন্দ তাদের নীজ নীজ দ্বায়িত্ব পালনে বদ্ধপরিকর। তিনি আরো বলেন এম,টি সোয়েটার্স লিমিটেড একটি ১০০% রপ্তানিমুখী সোয়েটার প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান, যা দীর্ঘ   দু-দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে  ব্যবসা পরিচালনা করে আসছে এবং সেই সাথে সাথে  বাংলাদেশের সুনাম দেশ  বিদেশে ছড়িয়ে দিচ্ছেন, উক্ত প্রতিষ্ঠানের কর্ণধার জনাব, আলহাজ্ব DR.MD.MIZANUR RAHMAN (OPU) মহোদয়,তিনি  নিরলস ও অক্লান্ত পরিশ্রম  করে উক্ত  প্রতিষ্ঠানের সুনাম দীর্ঘ দু-দশকেরও অধীক সময় ধরে অক্ষুন্ন রাখতে  সক্ষম হয়েছেন। এম,টি সোয়েটার্স লিমিটেড জনাবা,শাহানা গ্রুপের একটি অঙ্গ  প্রতিষ্ঠান।  তিনি  বলেন আমরা সর্বোত্তম ও গুনগত মানসম্পন্ন  পন্য  নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতাদের কাছে পৌছে দিতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন ক্রেতাদের  কাছে প্রতিশ্রুতি ও উৎপাদন  কার্যক্রমের পাশাপাশি আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কেও সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে থাকি। তিনি এইও বলেন যে আমি যেমনি  আমার প্রতিষ্ঠানের সকল শ্রমিক ও কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দের প্রতি দায়িত্বশীল, তেমনি  দেশের সমাজের প্রতিটি মানুষের প্রতি দায়বদ্ধ, তেমনি  প্রকৃতি ও পরিবেশের প্রতিও দায়িত্বশীলতার সাথে তিনি নিরলসভাবে ওনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পরিশেষে তিনি বলেন আমরা টেকসই ও উন্নয়ন  নিশ্চিত করার লক্ষ্যে নিতি নিরন্তর প্রচেষ্টা ও পরিশ্রম করে যাচ্ছেন। 
এরই স্বীকৃতি স্বরূপ আজকের এই পুরস্কার ও সন্মাননা সনদ অর্জন করেছেন।

নিজস্ব প্রতিবেদক

১৯-৫-২০২৪ রাত ২:৫৩

news image

এম,টি সোয়েটার্স লিমিটেড USGBC এর লিড সার্টিফিকেট প্লাটিনাম সনদ অর্জন করেছে। আজ ১৮/০৫/২০২৪ ইংরেজি শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিক ভাবে এই সার্টিফিকেট  উক্ত প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব, আলহাজ্ব, DR.MD.MIZANUR RAHMAN (OPU), মহোদয়ের হাতে হস্তান্তর করা হয়। উক্ত সনদ প্রদান উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে এম, টি সোয়েটার্স লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং সি, ই, ও,  জনাব, আলহাজ্ব DR.MD.MIZANUR RAHMAN (OPU) মহোদয়ের হাতে এই সন্মাননা সার্টিফিকেট হস্তান্তর করেন USGBC এর এসোসিয়েট ডিরেক্টর (মার্কেট ডেভেলপমেন্ট) জনাব, সান্তনু দত্ত গুপ্ত। 
 সার্টিফিকেট  গ্রহনউত্তোর এক প্রতিক্রিয়ায় এম,টি সোয়েটার্স এর কর্ণধার ও প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এবং CEO জনাব, আলহাজ্ব DR.MD.MIZANUR RAHMAN (OPU) মহোদয় বলেন এই স্বীকৃতি আমাদেরকে আরো ভালো কাজ করার স্পৃহাকে আরো বাড়িয়ে দিবে। যথাসময়ে গুনগত মানসম্পন্ন পন্য উৎপাদনে আমাদের শ্রমিক ও র্কমচারী এবং র্মকর্তা বৃন্দ তাদের নীজ নীজ দ্বায়িত্ব পালনে বদ্ধপরিকর। তিনি আরো বলেন এম,টি সোয়েটার্স লিমিটেড একটি ১০০% রপ্তানিমুখী সোয়েটার প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠান, যা দীর্ঘ   দু-দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে  ব্যবসা পরিচালনা করে আসছে এবং সেই সাথে সাথে  বাংলাদেশের সুনাম দেশ  বিদেশে ছড়িয়ে দিচ্ছেন, উক্ত প্রতিষ্ঠানের কর্ণধার জনাব, আলহাজ্ব DR.MD.MIZANUR RAHMAN (OPU) মহোদয়,তিনি  নিরলস ও অক্লান্ত পরিশ্রম  করে উক্ত  প্রতিষ্ঠানের সুনাম দীর্ঘ দু-দশকেরও অধীক সময় ধরে অক্ষুন্ন রাখতে  সক্ষম হয়েছেন। এম,টি সোয়েটার্স লিমিটেড জনাবা,শাহানা গ্রুপের একটি অঙ্গ  প্রতিষ্ঠান।  তিনি  বলেন আমরা সর্বোত্তম ও গুনগত মানসম্পন্ন  পন্য  নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রেতাদের কাছে পৌছে দিতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন ক্রেতাদের  কাছে প্রতিশ্রুতি ও উৎপাদন  কার্যক্রমের পাশাপাশি আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা সম্পর্কেও সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে থাকি। তিনি এইও বলেন যে আমি যেমনি  আমার প্রতিষ্ঠানের সকল শ্রমিক ও কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দের প্রতি দায়িত্বশীল, তেমনি  দেশের সমাজের প্রতিটি মানুষের প্রতি দায়বদ্ধ, তেমনি  প্রকৃতি ও পরিবেশের প্রতিও দায়িত্বশীলতার সাথে তিনি নিরলসভাবে ওনার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পরিশেষে তিনি বলেন আমরা টেকসই ও উন্নয়ন  নিশ্চিত করার লক্ষ্যে নিতি নিরন্তর প্রচেষ্টা ও পরিশ্রম করে যাচ্ছেন। 
এরই স্বীকৃতি স্বরূপ আজকের এই পুরস্কার ও সন্মাননা সনদ অর্জন করেছেন।